আদমদীঘিতে ডাকাতির চেষ্টা, ফাঁকা গুলি ছুড়ে পলায়ন

আদমদীঘিতে ডাকাতির চেষ্টা, ফাঁকা গুলি ছুড়ে পলায়ন আদমদীঘির প্রত্যন্ত গ্রামে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ডাকাতির চেষ্টা কালে গ্রামবাসির ধাওয়ার মুখে অস্ত্রধারী ডাকাত দল গুলি ছুঁড়ে আতংক ছড়িয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড় টায় আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের পূর্ব সিংড়া গ্রামে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আদমদীঘির পূর্ব সিংড়া গ্রামের হামিদুল ইসলাম শেখ জানান, গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত আনুমানিক দেড় টার দিকে ১৫/ ১৬ জনের একদল দুর্বৃত্ত তার বাড়ীর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ও মিটার ভেঙ্গে দিয়ে জানালা ভাঙ্গার চেষ্টা কালে বিকট শব্দে টের পাওয়ার চিৎকারে গ্রামবাসি বেরিয়ে আসেন। এসময় গ্রামবাসির আগমন টের পেয়ে দুর্বৃত্তরা ফাঁকা ২ রাউন্ড গুলিসহ দেয়ালে বেশ কয়েকটি ফটকা ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। তারা পালানোর সময় ভেঙ্গে দেয়া মিটারে একটি মোবাইল ফোনের বিকাশ নম্বর লিখে রেখে যান। আদমদীঘি থানার ওসি আবু সায়িদ মোঃ ওয়াহেদুজ্জামান জানান, মূলতঃ তারা ডাকাতির উদ্দেশ্যে হামলার প্রস্ততি দেয় নি। মিটার চুরি করে টাকা আদায়ের কৌশলে ওই বাড়ীতে হামলার চেষ্টা করেছে। তবে থানায় কোন মামলা হয়নি। ওই এলাকার চিহিৃত অপরাধীদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।#

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment