১শ’ বোতল মদ উদ্ধার গ্রেফতার ১

হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জ:

পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার ও জড়িত সন্দেহে আবুল হোসেন(২০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের ক্লাবরোড এলাকার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের ছাদ থেকে এসব মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আবুল হোসেন দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের গেদা মিয়ার পুত্র। মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দুলন মিয়া ও ছাতক থানার ওসি আতিকুর রহমান। উদ্ধাকৃত বিভিন্ন ব্র্যান্ডের ভারতী ১শ’ বোতল মদের মধ্যে ম্যাকডুয়েল রাম ২০ বোতল, ব্লু-অফিসার্স চয়েজ ২০বোতল ও ব্লু- রাইডার ৬০ বোতল। এসময় মদ উদ্ধারে আশপাশের কয়েকটি বাসা ও দোকানে তল্লাসী চালিয়েছে পুলিশ। মাদক বিরোধী অভিযানে এসআই শফিকুল ইসলাম, এএসআই মহি উদ্দিন ও এএসআই জহিরুল ইসলামসহ পুলিশের একটি টিম অংশ নেয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment