দীপিকা প্রতারণার শিকার!

এখনো প্রতারণার সেই কষ্ট ভুলতে পারেননি দীপিকা পাড়ুকোন। সবকিছু দিয়ে একসময় যাঁকে বিশ্বাস করেছিলেন, সেই ছেলেটির কাছ থেকে যে কষ্ট পেয়েছেন, তা মনে হলে নিজের অজান্তেই এই বলিউড তারকার চোখ ভিজে যায়। কষ্ট ভোলার জন্য সবার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন, নয়তো কাজে ডুবে যান। এরপর নতুন আর কাউকে বিশ্বাস করতে পারেন না। বোঝা যাচ্ছে, ছেলেটিকে খুব বেশি ভালোবেসেছিলেন। বলেছিলেন, ‘সম্পর্কটা থেকে বের হতে আমার অনেক সময় লেগেছে।’

ছেলেটি কে? জানা গেছে, সেই ছেলেটি বলিউডের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক রণবীর কাপুর। দীপিকার মতে, রণবীর কাপুর ‘ধারাবাহিক প্রতারক’। দীপিকার সঙ্গে যখন তিনি প্রেম করছিলেন, তখন একই সঙ্গে আরও কয়েকজনের সঙ্গে প্রেম করেন রণবীর কাপুর। আর ওদিকে রণবীরকে পাওয়ার জন্য চলচ্চিত্রে নিজের ক্যারিয়ারও শেষ করে দিতে চেয়েছিলেন। এরপরও রণবীরকে অন্য মেয়েদের কাছ থেকে ফেরাতে পারেননি। দীপিকার সঙ্গে রণবীরের প্রেম নিয়ে যখন খুব আলোচনা হচ্ছে, তখনই গোপনে ক্যাটরিনার সঙ্গে প্রেম শুরু হয় রণবীরের। শোনা যায়, রণবীরের প্রতারণার কারণে ক্যাটরিনার সঙ্গেও তাঁর প্রেম পরিণতি পাওয়ার আগেই ভেঙে যায়।দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরদীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর

বলিউডের আরেক তারকা রণবীর সিংয়ের সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন দীপিকা পাড়ুকোন। এদিকে আবারও সেই রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেম নিয়ে লেখালেখি হচ্ছে কিছু সংবাদমাধ্যমে। রণবীরকে বিশ্বাস করে এখন অনুশোচনা করেন দীপিকা। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে দীপিকা বলেছেন, ‘আমি খুব বোকা ছিলাম। তাই তাঁকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিলাম। ও আমার কাছে ক্ষমা চেয়েছিল। কিন্তু অন্যরা বলত, ও আমাকে ঠকাচ্ছে। পরে আমি তাকে হাতেনাতে ধরে ফেলি।’ আরও বললেন, ‘ও যখন প্রথম আমাকে ঠকিয়েছিল, তখন ভেবেছিলাম, হয়তো আমার নিজের কোথাও ভুল আছে। পরে বুঝতে পেরেছি, আসলে ওটা তার স্বভাব ছিল।’

রণবীর আর দীপিকা একই ছাদের নিচে থেকেছেন, একসঙ্গে বেড়াতে গেছেন। নিজেদের সম্পর্কের ব্যাপারে তাঁরা সব সময়ই ছিলেন খোলামেলা। ইন্ডাস্ট্রির সবাই তা জানতেন। সেই সময়গুলোর ব্যাপারে দীপিকা বলেন, ‘যৌনতা মানেই আমার কাছে শুধু শরীরী সম্পর্ক নয়। এখানে আবেগ খুব গুরুত্বপূর্ণ। সম্পর্কের সঙ্গে আমি কখনো প্রতারণা করিনি।’রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনরণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন

রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীপিকা বলেছিলেন, ‘যদি এভাবে আমাকে বারবার ঠকানো হয়, তাহলে আমি কেন সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য ব্যস্ত থাকব। এর চেয়ে একা থাকা অনেক ভালো।’

দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের বিয়ে নিয়ে যখন নানা কথা হচ্ছে, তখন আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর কাপুর। আলিয়া ভাটও চান খুব তাড়াতাড়ি কিছু হোক।রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment