নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে নারী-পুরুষ লম্বা লাইনে দাঁড়িয়ে  স্বতস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন প্রনতি রঞ্জন চাকমা, প্রগতি চাকমা ও কল্পনা চাকমা। এর মধ্যে প্রনতি রঞ্জন চাকমা স্বতন্ত্র প্রার্থী, ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা এবং এমএন লারমা জনসংহতি সমিতির সমর্থিত প্রার্থী।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ অতিরিক্ত আনসার মোতায়েন  করেছে।

নানিয়ারচর উপ-নির্বাচনে মোট ভোটার ৩২ হাজার ৮৫৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৭ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ৮৪৬ জন।

গত ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে চেয়ারম্যানের পদ শুন্য হয়।

হাজাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়োজিত উপ-পরিদর্শক কাজী আজাদ হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment