ময়মনসিংহের ফুলপুরের রূপসী বাজারের খরিয়া নদীর ব্রিজের রাস্তা মেরামতের কিছু দিনের মধ্যেই বিশাল গর্তে পরিণত

মিজানুর রহমান
 ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী বাজার সংলগ্ন খরিয়া নদীর ব্রিজে উঠানামার রাস্তা মেরামতের কিছু দিনের মধ্যেই ব্রিজের কিনারে বিশাল এক গর্তের সৃ‌ষ্টি হয়েছে । এতে বড় ধরনের ঝুঁকি হতে পারে ।
প্রায় ৭-১০দিন হলো ব্রিজে উঠানামার রাস্তাটি ইটের সলিং দিয়ে কাজ শেষ হয়েছে বলে জানান এলাকাবাসী ।
এলাকাবাসী ও বাজার ব্যবসায়ী মোঃ জালাল উদদিন মোঃ হেলাল উদ্দিন,পল্লীচিকিৎসক মোঃ আলিমুলরাজি খোকন মিয়া,ও চিকিৎসক মোঃ আফাজ উদ্দিন, মোঃ আব্দুল বারেক, ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন সরকার, মোঃ কাশেম মাষ্টার, সাংবাদিক মোঃ সুলতান কারীসহ আরও অনেকেই জানান কাজ করার সময় অনিয়ম হয়েছে যেভাবে কথা ছিলো সেভাবে তারা করে নি। কাজ শুরু করলে লোক জন প্রতিবাদ জানান, এবং ইষ্টিমিট এর কাগজ চাইলে তাহারা দেখাই নাই, কাজের অনিয়ম করে কাজ শেষ করে যায়। রাস্তাটি কাজ শেষ করার ৭-১০দিন পরেই ভেঙ্গে যায়। আরও জানান, রাস্তার কাজ করার সময় ভাল ভাবে না করাতে অল্প বৃষ্টি পানি গিয়েই এই গর্তের সৃষ্টি হয়।  এই গর্তটি দিয়ে এখন আরও বৃষ্টির পানি  নামতে নামতে বড় ধরনের গর্তে পরিণত হচ্ছে। এমনটি যদি হতে থাকে তাহলে এই রাস্তা দিয়ে চলাচল করার মত কোন ব্যবস্থা থাকবে না। পরতে হবে বড় ভোগান্তিতে। এখনি চলাচলের জন্য ব্যহাল দশা। রাস্তাটি পুনরায় মেরামতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment