সুনামগঞ্জে” ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর”এর ১২৭ তম মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 
উনবিংশ শতকের বিশিষ্ট বাংঙ্গালী শিক্ষাবীদ” ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর” এর ১২৭ তম মৃত্যু দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৯ শে জুলাই)  বিকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত শান্তিগঞ্জ বাজারস্থ  কেন্দ্রীয় শহীদ মিনারে উনবিংশ শতকের বিশিষ্ট বাঙালী শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার এবং পার্থিব মানবতাবাদী ধারার শ্রেষ্ঠ বাঙালি “ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর” এর ১২৭ তম মৃত্যু দিবস  উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শ্যামল দেব এর সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক ছায়াদ হোসেন সবুজ এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন , প্রাবন্ধিক প্রভাষক এনামুল কবির,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রইছুজ্জামান, সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,শান্তিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, প্রভাষক দুলন দেবনাত, প্রভাষক বেলাল আহমেদ।
 আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, জেলা ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষনা সম্পাদক মনির হোসেন দূর্জয় ,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন সোনার তরী সমাজ কল্যান সংস্থার সভাপতি সোহাগ মিয়া,শাহনুর আহমেদ সুলতান,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের সদস্য সচিব রিমেল আহমেদ রুমেল,সদস্য ইয়াহিয়া,জবিরুল,হাবিব,তাহের আহমেদ,আবু সাইদ,জাহিদ হাসান জয়,শাহিনুর মিয়া, উদীচীর সদস্য মান্না তালুকদার,উজ্জল রায় ও বাপ্পা প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment