কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫শ ৬৫ টি ঘর নির্মাণ করা হয়েছে। বুধবার(১ আগষ্ট) কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন ফুলবাড়ীর সীমান্তবর্তী শিমুলবাড়ীর বালাটারী গ্রামের গৃহহীন বিধবা আমেনা ও নজরুলের আশ্রয়ণ-২ প্রকল্প’র নির্মাণকৃত ঘর পরিদর্শন করেন।  জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই বলে দিয়েছেন বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। আশ্রয়ণ-২ প্রকল্প’র মাধ্যমে হত-দরিদ্র গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।  হত-দরিদ্র গৃহহীন পরিবারগুলো ঘর পেয়ে হাসি মুখে বলেন,এতদিন মাথা গোঁজার ঠাঁই ছিল না। এখন সুন্দর পরিচ্ছন্ন একটি ঘর পেয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে অনেক সুখে আছি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment