জগন্নাথপুরে পলাতক আসামী শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরের কলকলিয়ায় মারামারি মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত  পলাতক আসামী শাহ আলম (৩৬)কে গ্রেফতার  করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ ।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার  এএসআই শাহীন চৌধুরীর  নেতৃত্বে  এক দল  পুলিশ ২রা আগষ্ট (বৃহস্পতিবা)দিবাগত রাত সাড়ে সাত ঘটিকার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে এক অভিযান পরিচালনা করে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী যুবলীগ নেতা উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী মৃত ওয়ারিদ উল্লাহ’র ছেলে শাহ আলম দৌড়ে পালানোর লক্ষে বাজার পার্শ্ববর্তী ঢালিয়া নদীতে ঝাঁপ দেয়। তখন পুলিশও নদীতে ঝাঁপ দিয়ে তাকে গ্রেফতার করেছে। পুলিশের চোখ ফাঁকিি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ পালিয়েছিলে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 জগন্নাথপুর থানার এএসআই শাহীন চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, জীবন বাজি রেখে পানিতে ঝাঁপ দিয়ে ধৃত আসামী শাহ আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।আজ শুক্রবার (৩রা আগষ্ট) তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য,বিগত ২০১৭ সালের ডিসেম্ভর মাসে বাড়ীর রাস্তার সীমানা পিলারের স্থান নির্ধারণকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ শুকুর আলী পক্ষ ও মোঃ কারীউল মিয়ার পক্ষের লোক জনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এই সংঘর্ষে মোঃ শুকুর আলীর ভাগনা মোঃ সাইকুল(১৮) মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।এই ঘটনায় মোঃ শুকুর আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন( মামলা নংজি আর ১৮৪/১৭)।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment