মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৩ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

 মোঃ ইব্রাহীম, মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজের ৩ দিন পরে মিঠু সরদার(৩০) নামের এক বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে থানা পুলিশ ওই ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করেন। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, জেলা সদরের কুলপদ্দি গ্রামের আলাউদ্দিন সরদারের ব্যবসায়ী ছেলে মিঠু সরদার গত বুধবার বিকালে হঠাৎ করে নিখোঁজ হন। নিখোজের পর আজ সকালে উপজেলার এনায়েতনগর এলাকার সস্তাল গ্রামের আড়িয়াল খাঁ নদীতে মিঠুর ভাসান্ত লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে নিহত মিঠুর লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে কালকিনি থানার এসআই মোঃ জসিমউদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment