রাজবাড়ীর গোয়ালন্দে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করলেন-শিক্ষা প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি  :

রাজবাড়ীর গোয়ালন্দে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-১৮ এর উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।গোয়ালন্দ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২রা আগষ্ট-১৮ বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা ইউপি কার্যালয়ের সন্মেলন কক্ষে এ বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য নুরুজ্জামনা মিয়া, উপজেলা কৃষি অফিসার মো. মোহায়মেন আক্তার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদ, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উজানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর আহমেদ।

আলোচনা সভা শেষে, শিক্ষা প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ বৃক্ষ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment