খুলনায় কোরবানির পশুর হাট ১৬ আগস্ট থেকে

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের আয়োজনে নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট শুরু হবে আগামী ১৬ আগস্ট থেকে।

রোববার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত কেসিসি’র হাট পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসির কাউন্সিলর ও হাট পরিচালনা কমিটির আহবায়ক শামসুজ্জামান মিয়া স্বপন।

সভায় জোড়াগেট কোরবানির পশুর হাটে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থা, হাটে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, হাট এলাকায় ট্রাফিক ব্যবস্থা জোরদার করা, মহানগরী এলাকা থেকে অবৈধ পশুর হাট উচ্ছেদ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন কেসিসির প্যানেল মেয়র রুমা খাতুন, কাউন্সিলর শেখ মোহাম্মদ গাউসুল আজম, ইমাম হাসান চৌধুরী ময়না, আলী আকবর টিপু, কে এম হুমায়ুন কবীর, গিয়াস উদ্দিন বনি, আমান উল্লাহ আমান, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, হাফিজুর রহমান মনি, আমিনুল ইসলাম মুন্না, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, পারভিন আক্তার, আনজিরা খাতুন, রাবেয়া ফাহিদ হাসনাহেনা, রোকেয়া ফারুক, রহিমা আক্তার হেনা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আবদুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আবদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ, ভেটেরিনারী সার্জন ডা. রেজাউল করিম প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment