ময়মনসিংহে চতুর্থ দিনের মত বাস চলাচল বন্ধ

মিজানুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধিঃ
টানা ৪র্থ দিনের মতো ময়মনসিংহ অঞ্চলের দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েছেন সাধারন যাত্রীরা।রবিবার (৫ আগস্ট) সকালে ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রীজ মোড় বাস টার্মিনাল থেকে ঢাকাসহ পাশের কয়েকটি জেলার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি। সেই সঙ্গে বন্ধ রয়েছে টিকেট কাউন্টারগুলোও। বাস টার্মিনালে এসে বাস না পেয়ে ফিরে গেছেন শতশত মানুষ। আবার অনেকে বিকল্প পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।বাস বন্ধ রাখা প্রসঙ্গে জেলা মোটরমালিক সমিতির বাস বিভাগের সাধারণ সম্পাদক বিকাশ সরকার বলেন, টানা চার দিন ধরে আমার বাস বন্ধ করে রেখেছি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় বাস দেখামাত্রই সেটি ভাঙচুর করছে। এতে মালিকদের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরিস্থিতি স্বভাবিক হলে আবারওও বাস চলাচল শুরু করবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment