বাউফলে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

 বাউফল(পটুয়াখালী)সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিকদের কাছে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ বিভিন্ন ইস্যুতে জনগনকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণ কর্মসূচীর আলোকে প্রেসব্রিফিং করেছেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো. জাকির হোসেন। জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে গতকাল বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিংয়ে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধ্ধাসঢ়; কমান্ডার সামসুল আলম মিয়া, বাউফল প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রসিদ, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অতুল পাল। অনুষ্ঠানে বর্তমান সরকারের বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক অগ্রগতিসহ বিভিন্ন সাফল্য ও উন্নয়ন ভাবনা নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে মুক্ত আলোচনা হয়। আলোচনায় সংবাদকর্মীরা সংবাদকর্মীদের লেখনির স্বাধীনতা, নিরাপত্তা, সংবাদ মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারন, হলুদ ও অপসাংবাদিকতা রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ সহ বির্তকিত ৫৭ ধারা পরিবর্তনের আহবান জানানো হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বাউফলে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment