ভারতীয় মাদকের চালান সহ ট্রাইবাল চেয়ারম্যান গ্রেফতার

তাহরিপুর (সুনামগঞ্জ) প্রতনিধিঃ

ভারতীয় মাদকের চালান সহ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পুলক আজিম (৩৫)কে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।’ সে উপজেলার বড়দল (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী বড়গোপ (বারেকটিলার) প্রয়াত শিক্ষক পরেন্দ্র মারাকের ছেলে ও তাহিরপুর উপজেলা শাখা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান।’ সোমবার ভোররাতে থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে নীজ বাড়ি থেকে মাদকের চালান সহ গ্রেফতার করে।’ তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ফাঁড়ির এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ভোররাতে পুলককে ৬ বোতল ভারতীয় মদের চালান সহ গ্রেফতার করে।’ উল্ল্যেখ যে, ভারতের মেঘালয় ষ্টেইট থেকে পালিয়ে আসা এক সন্ত্রাসীকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বেশ কয়েকমাস পুর্বে পুলক আজিমের বাড়ি থেকে গ্রেফতারের সময় সে কৌশলে পালিয়ে যায়।’ পরবর্তীতে একটি প্রতারণামুলক অর্থ আত্বসাতের মামলায় উপজেলার সদরের ডাক বাংলা থেকে পুলক থানা পুুিলশের হাতে গ্রেফতার হয়ে কয়েকমাস হাজত বাস করে জামিনে বেড়িয়ে আসেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment