পদ্মায় অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকট তলা ফেটে নৌরুটের ডুবোচরে ডাম্ব ফেরি রানীক্ষেত , ৮ ঘন্টা পর উদ্ধার , লঞ্চ ও স্পীডবোট বন্ধ।

 মোঃ ইব্রাহীম, মাদারীপুর প্রতিনিধিঃ

অল্পের জন্য রক্ষা পেল একটি ডাম্ব ফেরি রানীক্ষেত, ২২ টি যানবাহন ও শত শত যাত্রী নিয়ে মাঝ পদ্মায়। শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ফেরিটিতে পানি উঠতে লাগলে চরে ঠেকিয়ে এ যাত্রায় রক্ষা হলো। পরে ৮ ঘন্টা চেষ্টার পর বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ফেরিটিকে উদ্ধার করে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় কাঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে আনতে সমর্থ্য হয়। এক্ষেত্রে বিআইডব্লিউটিএর ডুবুরী দলের সদস্য মোঃ কুদ্দুস সরদার ও হাসান মিরনের সাহসী ভূমিকা অভিযানটিকে সফল হতে সহযোগিতা করে। এদিকে বিকেল সাড়ে ৫ টা থেকে পদ্মায় উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কারনে লঞ্চ ও স্পীডবোট পারাপার বন্ধ করে দেয় কত্তৃপক্ষ। সরেজমিনে মাঝ পদ্মায় গিয়ে বিআইডব্লিউটিসিসহ একাধিক সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭ টার দিক পদ্মায় নাব্যতা সংকট শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিং এলাকার বিকল্প চ্যানেলের মুখে ডুবোচরে ২২টি যানবাহন নিয়ে ডাম্ব ফেরি রানীক্ষেত আটকা পড়ে। এসময় ফেরিটির তলা ফেটে ঝূকিপূর্নভাবে পানি ঢুকে । বাধ্য হয়ে ফেরির মাস্টার ফেরিটিকে চরে ঠেকিয়ে দেয়। ফেরিটিতে ৬টি বাস, ২টি এম্বুলেন্স, ৬টি ট্রাকসহ ২২টি যানবাহন ছিল। ফেরিটি শিমুলিয়া থেকে কাঠালবাড়ি যাচ্ছিল। খবর পেয়ে দুপুর বার টার দিকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড , বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির উর্ধ্বতন কর্মকর্তারা ফেরিটিতে পৌছায়। এরপর বিভিন্ন সংস্থার তৎপরতায় ফেরিটিতে পানির পাম্প লাগিয়ে পানি অপসারন শুরু করে। বিআইডব্লিউটিএর ডুবুরী দল তলানী মেরামত করতে সমর্থ্য হলে বিকেল সাড়ে ৪ টার দিক ফেরিটিকে উদ্ধার করে কাঁঠালবাড়ি ঘাটে নিয়ে আসা হয়। এদিকে হঠ্যাৎ  উজান থেকে বয়ে আসা বিপুল পরিমান পলি পরে পদ্মায় নাব্যতা সংকটের কারনে গত ৪ দিন ধরে ব্যস্ততম শিমুলীয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। এতে উভয় ঘাটে ৬ শতাধিক পন্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এতে শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ফেরিতে আটকে পড়া শ্রমিকরা জানান, সরু চ্যানেলে পুরাতন এই ফেরিটি ডুবোচরে ধাক্কা খেয়ে তলানি ফেটে যায়। ভাগ্য ভাল সরু চ্যানেলে এটি ঘটেছে। মূল নদীতে হলে ফেরি ডুবে শত শত যাত্রী মারা যেত। রানীক্ষেত ফেরির মাস্টার ইনচার্জ আঃ হাই বলেন, পদ্মায় অসংখ্য ডুবোচরে চ্যানেল খুব সরু হয়ে পড়েছে। বিকল্প চ্যানেলের মুখে ডুবোচরে ধাক্কা লেগে ড্রেজারের বয়ায় ধাক্কা লেগে তলাটি ফেটে যায়। কোস্টগার্ড কমান্ডার মোঃ মতিউর রহমান বলেন, ডুবোচরে ধাক্কা লেগে ফেরিটির তলা ফেটে ২টি কম্পাটমেন্টে পানি ঢুকেছিল। যৌথ প্রচেষ্টায় ফেরিটি উদ্ধার সম্ভব হয়েছে। বিআইডব্লিউটিএর উপ পরিচালক আসগর আলী বলেন, বিআইডব্লিউটিএর ডুবুরী দলসহ সকল সংস্থার ঐকান্তিক প্রচেষ্টায় একটি বড় ধরনে দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া জোনের ডিজিএম মোঃ আশিকুজ্জামান বলেন, দূর্ঘটনার পরপরই আমরা যাত্রীদের লঞ্চে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। পরে সকল সংস্থা যৌথভাবে অভিযান পরিচালনা করে ফেরিটিকে উদ্ধার করে এনেছি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment