না ফেরার দেশে চলে গেলেন খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারি শিক্ষক কাজী শরফুদ্দিন

 নবাবগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন খানেপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) আমাদের শিক্ষা গুরু সবার প্রিয় কাজি সরফুদ্দিন মাহফুজ (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন)। আমাদের সবাই কে এতিম করে ইহকালের মায়া ত্যাগ করে চলে গেলেন তিনি। স্যার আপনার অবদানের কথা বলে শেষ করার নয়। জিবনে আমরা অনেক বেয়াদবি করেছি, হয়তবা বুজি নাই, বা মনের অজান্তে। কিন্তু আপনি সর্বদা পিতৃস্নেহে আগলিয়ে রাখতেন। আপনার ভালবাসার ঋণ অপুরনীয়। খানেপুর উচ্চ বিদ্যালয় যতদিন বেঁচে থাকবে, আমরা যতদিন বেঁচে থাকব। আপনিও বেঁচে থাকবেন আমাদের সকলের হৃদয়ের মনি কোঠায়। এমন ভাষায় কথা বললেন প্রাক্তন ছাত্র আশিক আহমেদ। এছাড়া খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমজাদ হোসেন এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও এক ঝাক শিক্ষার্থী তাদের প্রিয় শিক্ষকের আত্মার মাগফেরাতের জন্য দোয়ায় শরীক হয় বিদ্যালয়ের নিয়মিত সমাবেশে। তার আগে সামাজিক গোরস্থানের পাশে ঈদগাহ্ মাঠে শিক্ষকবৃন্দ মরহুমের জানাযায় শরীক হয়েছিলেন। প্রধান শিক্ষক জানাযার পূর্বক্ষণে আগত মুছুল্লিদের নিকট মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন এবং তাঁর দীর্ঘদিনের সহকর্মীর স্মৃতিচারণ করেন ও তাঁর অনুভতি ব্যক্ত করেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সুনামধন্য ব্যাক্তিগণ। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment