নওগাঁ প্রেসক্লাবে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নওগাঁ :

নওগাঁয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম মহা-প্রয়াণ দিবস উপলক্ষে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার রাত সাড়ে ৮টা থেকে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। কবির বিভিন্ন সাহিত্যকর্ম এবং জীবনী সম্পর্কে আলোচনা করেন কবি ও গবেষক অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক ড. শামসুল আলম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার, প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য ইনডিপেনডেন্ট টেলিভিশন সাংবাদিক মোঃ সাদেকুল ইসলাম, একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী প্রমুখ। পরে নওগাঁ’র ঐতিহ্যবাহি নৃত্য প্রতিষ্ঠান নৃত্বাঞ্জলী একাডেমীর শিক্ষার্থী অনামিকা মন্ডল, সুচনা প্রামানিক ও জয়ীতা মন্ডল নৃত্য পরিবশেন করেন। অপরদিকে আবৃত্তি পরিষদ রাত সাড়ে ৮টা থেকে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনাসভা, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে।# নওগাঁর মান্দায় নবজাতকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, নওগাঁ ঃ নওগাঁর মান্দায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে মান্দা সদর ইউনিয়নের পীরপালি বাজার সংলগ্ন ইবতেদায়ি মাদরাসার অদুরে পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মাঠে কাজ করতে গিয়ে পলিথিনের ব্যাগে মোড়ানো লাশটি দেখতে পায় শ্রমিকরা। লাশটি সদ্য ভূমিষ্ট হওয়া কন্যা শিশুর। এটি কারও পাপের ফসল বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment