ফটিকছড়িতে ছাত্রলীগের দাবীর মুখে কম ভাড়ায় যাতায়াত করবে নানুপুরের শিক্ষার্থীরা

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার ফটিকছড়ির উপজেলার নানুপুর লায়লা-কবির কলেজ ছাত্রলীগের দাবীর মুখে এখন থেকে কম ভাড়ায় যাতায়ত করবে নানুপুরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নানুপুরের সাধারণ শিক্ষার্থীদের স্কুল-কলেজে অাসা যাওয়ার ভাড়া কমানোর জন্য সম্প্রতি নানুপুর সিএনজি চালক সমিতি ও নাজিরহাট সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন নানুপুর কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে নানুপুর লায়লা-কবির কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুম ও সাধারণ সম্পাদক লিমন বলেন, ‘বৈঠকে নাজিরহাট থেকে নানুপুরে আসা শিক্ষার্থী এবং লেলাং শাহনগর থেকে নানুপুর আসা শিক্ষার্থীদের সিএনজি ভাড়া ২০ টাকার পরিবর্তে ১৫ টাকা নির্ধারন করা হয়েছে। তবে এক্ষেত্রে
সময় সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কার্যকর থাকবে এবং অবশ্যই  শিক্ষার্থীদের ইউনিফর্ম থাকতে হবে। ইউনিফর্ম ছাড়া এ সুবিধা কারো জন্য প্রযোজ্য হবেনা।’
তারা অারো বলেন, ‘নানুপুর কলেজ ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে। যে কোন যৌক্তিক দাবী অাদায়েও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে ছাত্রলীগ।’
এ সময় তারা শিক্ষার্থীদের দাবী মেনে নেওয়ায় নানুপুর সিএনজি চালক সমিতি ও নাজিরহাট সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment