সিঙ্গাপুরের শীতল জলে পরীমণির উষ্ণতা

ঢাকাই চলচ্চিত্রে হালের জনপ্রিয় নায়িকাদের একজন পরীমণি। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের সংখ্যাও ধরা-ছোঁয়ার বাইরে। অভিনয়ের পাশাপাশি জীবনের বিশেষ মুহূর্তগুলো এখানে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার নিজের একান্ত মুহুর্তের কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন এই লাস্যময়ী। যা পরীমণির ভক্তদের যেন উষ্ণতা বাড়িয়ে দিয়েছে।

জুনের মাঝামাঝিতে অসুস্থ হয়ে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন পরীমণি। সুস্থ হয়ে তাই এখন নিজেকে সময় দিচ্ছেন এই গ্ল্যামার কন্যা। এরই অংশ হিসেবে অবকাশ যাপনের জন্য কয়েকদিন আগে উড়াল দেন সিঙ্গাপুরে। সেখানে দর্শনীয় স্থানগুলোতে ডানা মেলে উড়ছেন তিনি।

তার সেই ভালোলাগার মুহুর্তের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। সর্বশেষ তিনি সিঙ্গাপুরের পালাবান সমুদ্র সৈকতে ছুটে বেড়ানো কিছু ছবি আপলোড করেন। এর পর পরই অসংখ্য লাইক-কমেন্টস ভরে যায় তার ফেসবুক ওয়াল।

এ প্রসঙ্গে পরীমণি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শুধু তো অভিনয় করলে হবে না, নিজের প্রতি ভালোবাসাটাও জরুরি। হাসপাতাল থেকে ফিরে আসার পর তাই নিজেকে একটু সময় দিচ্ছি। সিঙ্গাপুরের সুন্দর স্থানগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছি।’

কবে দেশে ফিরবেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘আগামীকাল রাতেই ঢাকায় ফিরতে পারি।’

পরীমণি অভিনীত সর্বশেষ ‘স্বপ্নজাল’ সিনেমাটি মুক্তি পায় গত ৬ এপ্রিল। ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমায় পরীমণির বিপরীতে ছিলেন ইয়াশ রোহান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment