শরণখোলায় বাস চাপায় প্রাণ গেলো ইজিবাইক চালকের , পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আবু হানিফ, বাগেরহাট অফিস :

বাগেরহাটের শরণখোলায় যাত্রীবাহী বাসের চাপায় ইউনুছ হাওলাদার (৩০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। রাজৈর বাসস্ট্যান্ডে সড়কের পাশে ইাজবাইক রেখে পানি দিয়ে পরিষ্কার করার সময় ঘাতক বাসটি তাকে চাপা দেয়। এসময় বাসে থাকা চার যাত্রীও আহত হন। শনিবার সকাল ৯টার দিকে শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুচ খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের মোবারেক হাওলাদারের ছেলে। এসময় উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিলে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করে। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে সবধরণের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। এঘটনায় নিহতের ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে বাসচালক (মালিক) মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার জব্বার খানের ছেলে শহিদুল ইসলামের নামে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের ভাই নজরুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে ইজিবাইকে যাত্রী নেওয়ার কারণে ইউনুচের সঙ্গে বাসচালক শহিদুলের কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের মেম্বার (ইউপি সদস্য) জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয়রা বসে মীমাংসা করার চেষ্টা করেন। এসময় ক্ষুব্ধ ওই বাস চালক সুযোগ পেলে ইউনুচকে দেখে নিবে বলে হুমকি দিয়ে যায়। এ ঘটনার জের হিসাবে পরিকল্পিতভাবে ইউনুচকে বাস চাপা দিয়ে হত্যা করা হয়েছে। শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান শেখ জানান, শনিবার সকালে (ঢাকা চ- ৯৩০) ঘাতক বাসটি মোরেলগঞ্জ থেকে শরণখোলার রাজৈর বাসস্ট্যান্ডে এসেই ইজিবাইক চালককে চাপা দেয়। এঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment