সিরাজদিখানে তিন স্থানে ৩ জনের অপমৃত্যু

সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

সিরাজদিখানে ভিন্ন ঘটনায় ৩ স্থানে গৃহবধূসহ তিন জনের অপমৃত্যু হয়েছে। বালুচরে নুরুবাউল বাহিনীর হাতে টেটাবিদ্ধ প্রবাসী তকবির মোল্লা (২৮) হাসপাতালে ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রবিবার দুপুরে মারা গেছেন। সে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুরচর গ্রামের আলী আহাম্মদ মোল্লার পুত্র।এছাড়া সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের নুরুল আনাম (৩২) নামে এক যুবক গতকাল দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আমজাদ হোসেনের ছেলে। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার নয়াপাড়া গ্রামে। তারা ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামে ফরিদ হোসেন মাস্টারের বাড়ির ভারাটিয়া। তার পরিবারের পক্ষ থেকে জানা যায় সে মানসিক রোগী ছিল। এছাড়া শনিবার স্বামীর সাথে ঝগড়া করে উপজেলার খাসকান্দি গ্রামের বেগম (৩২) নামের এক গৃহবধূ বিষপান করে আত্বহত্যার চেষ্টা করে। ঢাকা মেডিকেলে নেওয়ার পর গতকাল রবিবার সে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। সে খাসকান্দি গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। সিরাজদিখান থানার এসআই মো. হিমেল হোসেন জানান, নুরুল আনাম মানসিক সমস্যায় ভুগছিল। তার সমস্যা হত এসব কারণে কোথাও সে বেশিদিন কাজ করতে পারত না, চাকুরী থেকে তাকে বাদ দেওয়া হত। তাই সে বিসন্নতায় ভুগে এই পথ বেছে নিতে পারে বলে প্রাথমিক ধারণা। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ১২ দিন আগে টেটা বিদ্ধ হয়ে তকবির মোল্লা ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিল। আজ দুপুরে সে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। লাশ এখনো এলাকায় আসেনি। আর শনিবার খাসকান্দি গ্রামে এক গৃহবধূ বিষপান করে। আজ (রবিবার) ঢাকা হাসপাতালে সে মারা গেছে বলে শুনেছি। বিস্তারিত জানা নাই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment