দোহারে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা নেয়নি পুলিশ

 দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলার এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা নেয়নি পুলিশ।আহত ব্যবসায়ী উপজেলার নারিশা পশ্চিমচর বাজারের মেসার্স কনফিডেন্স রেফ্রিজারেটর এন্ড ইঞ্জিনিয়ারিং এর স্বত্তাধিকারী এবং নারিশা পশ্চিমচর গ্রামের মোহাম্মদ আলী খালাসীর ছেলে মুক্তার হোসেন(৪৪)। আহত মুক্তার হোসেন জানান,গত শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার নারিশা পশ্চিমচর বাজারের নিজ দোকানের মালামাল ক্রয়ের জন্য ১লক্ষ ৯৭হাজার টাকা সঞ্চয় করে দোকানে বসে ছিলো।এ সময়ে ওৎ পেতে থাকা সন্ত্রাসী রবিন ও তার দলবল নিয়ে দোকানে ঢুকে ব্যবসায়ী মুক্তারকে লক্ষ করে তার মাথায় ছুরি দিয়ে আঘাত করে তার পকেটে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়।এ সময়ে মুক্তার বাধা দিলে রবিন ও তার দলবল তাকে এলোপাতারি কিল-ঘুসি মেরে দ্রুত পালিয়ে যায়।আহত মুক্তারের আর্তচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় আহত মুক্তার ৫দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন।এ ঘটনায় দোহার থানার এস আই শাহিন ঘটনার তদন্তের দায়িত্ব পান।আহত মুক্তার অভিযোগ করে বলেন,এস আই শাহিন ঘটনার সঙ্গে জড়িত রবিনকে আটক না করে মুক্তারকে আপোষ-মিমাংসার কথা জানান। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নজরুল জানান,ঘটনার সময়ে তারা পাশের দোকানে উপস্থিত ছিলেন।আহত মুক্তারের আর্তচিৎকারে তারা ছুটে এসে দেখেন সন্ত্রাসী রবিন তার দলবল নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে দোহার থানার এস আই শাহিন মুক্তারকে আপোষ-মিমাংসার কথা অস্বিকার করে জানান,ঘটনার তদন্তের দায়িত¦ দেন ওসি সাহেব।ঘটনার পর থেকে অভিযুক্ত রবিন পলাতক রয়েছে।আমরা রবিনকে আটক করার চেষ্টা চালাচ্ছি।এ ঘটনায় মুক্তার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment