জগন্নাথপুরে সততা স্টোরের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদের মধ্যে নীতি-নৈতিকতা শিক্ষা ও সততা চর্চায় বিক্রেতাবিহীন ব্যবসা প্রতিষ্ঠান সততা স্টোরের শুভ উদ্বোধন উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী মতবিনিময় ও আলোচনা সভা গতকাল বুধবার সকাল ১১টায় উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুস সামাদের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমান,জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মুহিবুর রহমান,রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিশি কান্ত রায়। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ,সমাজ সেবক হাজী মো.ছালিক মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ বাজার ব্যবসায়ী আউয়াল মিয়া,আব্দুস সামাদ, শাহিন মিয়া সুমন সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। আলোচনা শেষে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে সততা স্টোর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এবং সমাজ সেবক হাজী মো. ছালিক মিয়াকে সততা স্টোরের পক্ষ থেকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment