প্রকাশ্যে শারীরিক সম্পর্ককে বৈধতা দিল কর্তৃপক্ষ! তবে…

মেক্সিকোর গুয়াদালাজারা শহরে প্রকাশ্যে শারীরিক সম্পর্কের অনুমতি দিয়ে আইন করেছে শহর কর্তৃপক্ষ। তবে যদি এ বিষয়ে যদি কোনো তৃতীয় ব্যক্তি অভিযোগ দায়ের করেন, তাহলে ব্যবস্থা নেবে পুলিশ।

এ ব্যাপারে গুয়াদালাজারা সিটি কাউন্সিল জানায়, ‘’পাবলিক প্লেস, খালি জায়গা, গাড়ির মধ্যে বা জনসমক্ষে যৌন সম্পর্ক বা যৌন প্রদর্শনকামিতাকে ফৌজদারি অপরাধ বলে ধরা হবে না। কোনো নাগরিক যদি পুলিশের হস্তক্ষেপ চান, তা হলে এটা শুধু প্রশাসনিক অপরাধ হিসেবেই দেখা হবে’। এমনটাই বলা হচ্ছে গুড গভর্নেন্স-এর ১৪ নম্বর নিয়মে।

জানা গেছে, পুলিশ যাতে শহরের অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিতে পারে এবং কে কোথায় যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে তার দিকে বেশি নজর না দেয়, তাই এই আইন করা হয়েছে।

এদিকে প্রতিবাদীদের বক্তব্য, প্রকাশ্যে যৌন সম্পর্কে ছাড় দিয়ে সরকার আসলে ধর্ষক ও শিশুকামীদের উৎসাহিত করছে।

অন্যদিকে এই আইনের সংস্কারকে সমর্থন করে অনেকে বলছেন, ‘ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি কেউ দেখে কাউকে জোর করে যৌন সম্পর্কে লিপ্ত করা হচ্ছে, তা হলে নিশ্চয়ই তিনি পুলিশের নজরে বিষয়টি আনবেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment