জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যানবাহন থেকে জরিমানা আদায়

 মোঃ হুমায়ূন কবীর ,ফরীদি জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনের বৈধ কাগজ পত্র ও চালকদের সাথে লাইসেন্স না থাকায় মটর যান অধ্যাদেশের আওতায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি যানবাহনের মালিক ও চালকের নিকট হতে জরিমানা আদায় করা হয়েছে। এবং বৈধ কাগজ পত্রদারী চালকদের ভ্রাম্যমান আদালত অভিনন্দন জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ শে আগষ্ট)দুপুরে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ ভুমি অফিস সংলগ্ন সড়কে চেক পোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজল আলম মাসুম । এসময় সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন ধরনের যান বাহন ও চালকের কাগজ-পত্র পরীক্ষা নিরিক্ষা করা হয়। অধিকাংশ যানবাহনের কাগজ-পত্র সঠিক থাকলেও ৪টি যানবাহনের বৈধ কাগজ-পত্র সাথে না থাকায় ১টি সিএনজি অটোরিকশা ও ৩টি মোটর সাইকেল চালকদের নিকট হতে সর্বমোট ১হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম বৈধ কাগজ-পত্রদারী চালকদেরকে জনসম্মুখে অভিনন্দন জানিয়েছেন। চেক পোষ্টে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক কবির উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment