জগন্নাথপুরের কলকলিয়া টু তেলিকোনা সড়কের করুন দশা,দেখার কেউ নেই

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া – তেলিকোনা সড়কে দীর্ঘ দিন যাবৎ সংস্কার কাজ না হওযায় জনসাধারন সহ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে বড় রকমের দুর্ঘটনার ঘটে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী। দেখার যেন কেউ নেই। সরেজমিনে দেখাযায়,সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া – তেলিকোনা সড়কের আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইট সংলগ্ন এলাকাসহ কলকলিয়া বাজার পয়েন্ট থেকে প্রায় দেড় কিলোমিটার কিলোমিটার সড়কের পিচ ও ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জল ও কাদায় একাকার হয়ে আছে। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল- কলেজ ও মাদ্রাসাগামী শত শত ছাত্র/ ছাত্রী সহ হাজার হাজার জনসাধারন জীবন- জীবীকার তাগিদে পায়ে হেটে ও যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে বিগত ৮/১০ মাস ধরে চলা ফেরা করছেন। এই সড়ক দিয়ে যাতায়াতকারী ও স্থানীয় বাসিন্দা সাজ্জাদ মিয়া, মুজিব, রজব আলী সহ এলাকার অনেকেই আক্ষেপ করে অভিযোগের সুরে বলেন, এই সড়ক দিয়ে কাদা-পানি মাড়িয়ে ছাত্র/ছাত্রী শিক্ষক বৃন্দসহ জন-সাধারন যাতায়াতকালে চলতি যানবাহনের টায়ারের ঘর্ষণে কাদা- পানি ছিটকে পড়ে গায়ের জামা- কাপড় নষ্ট হয়ে যাচ্ছে।অথচ এই ভাঙ্গা-ছোঁড়া রাস্তা দিয়ে সর্বদাই আমাদের প্রতিমন্ত্রী মহোদয় সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগন আসা-যাওয়া করছেন।উনাদের নিকট বার বার আবদার করেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। উনারা দেখেও না দেখার ভান করছেন।প্রায় সময়ই ছোট খাটো দুর্ঘটনা ঘটছে। যেকোনো মুহুর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিদায় স্কুল- কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র,শিক্ষক পথচারীদের অত্র সড়ক দিয়ে চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ নিরসনে জগন্নাথপুর উপজেলা ও সুনামগঞ্জ জেলা সদর সহ বিভাগীয় শহর সিলেটের সাথে যোগাযোগ স্থাপনকারী এই সড়কটি তড়িত গতিতে সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment