কালীগঞ্জ মাহতাব উদ্দিন কলেজ সরকারি করন উপলক্ষে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মহাফিল

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
কালীগঞ্জ বাসীর দীর্ঘ যুগযুগের প্রাণের দাবী কালীগঞ্জের ঐতিহ্যবাহী মাহ্তাব উদ্দিন ডিগ্রী কলেজটি সম্প্রতি সরকারিকরণ হওয়ায় মঙ্গলবার শহরজুড়ে বাদ্যযন্ত্র বাজিয়ে, ব্যানার ও ফেষ্টুন মাথায় দিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শত শত প্রাক্তন ও বর্তমান শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সমাজ সেবক, সাংবাদিক, রাজনীতিবীদসহ সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার ।বেলা সাড়ে ১০ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি পূনঃরায় কলেজ চত্বরে এসে আলোচনা সভা ও দোয়া মহাফিলের মধ্য দিয়ে আনন্দঘন এই অনুষ্ঠানটি শেষ হয়। সরকারী মাহ্তাব উদ্দিন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মতিয়ার রহমান মতি,  কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ মকছেদ আলী বিশ^াস,  কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য-১০জাহাঙ্গীর হোসেন সোহেল, জেলা পরিষদ সদস্য ঝিনাইদহ-১১ মোদাচ্ছের হোসেন, সংরক্ষিত জেলা পরিষদ সদস্য (মহিলা) শামীম আরা হ্যাপী কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ আশরাফুল আলম (আশরাফ), কলেজটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মফিজুর রহমান (মন্টু) ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মিঠু মালিথা সহ আরো অনেকে।প্রধান অতিথির বক্তব্যে এমপি আনার বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে দুইটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ, শেখ রাসেল স্টেডিয়াম, ১৩ কোটি টাকার মসজিদ, একটি মুক্ত মঞ্চ, ৫০ কোটি টাকার বাফার গোডাউন, শহিদ মিনার, পাবলিক লাইব্রেরী, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন, নির্বাচনী এলাকায় রাস্তা নির্মান, মসজিদ মাদ্রাসা, মন্দির, ঈদগাঁ সহ সংসদীয় এলাকায় মানুষের নিরাপত্তা ও এলাকায় যে কেউ মারা গেলে তাদের পাশে যাওয়া। প্রায় পাঁচ হাজার জানাজায় অংশগ্রহন, এই পর্যন্ত ১হাজার কোটি টাকার ও বেশী উন্নয়নের কাজ করা হয়েছে যা ৭১ সালের পরে এত উন্নয়ন কোন সংসদ সদস্য করেছে কি না আপনারাই ভালো জানেন।
এই আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন,  কলেজটি প্রতিষ্ঠার পর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এমনকি প্রায় সাড়ে তিন যুগ পার হলেও জাতীয়করনের মুখ দেখেনি। অথচ এই জনপদ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করেছেন যে সমস্ত ব্যক্তিরা তারা কলেজটি সরকারি করন কথা দিয়েও কেওই কথা রাখেনি। অবশেষে জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্তাভাজন ঝিনাইদহ-৪ আসনের তরুণ জাতীয় সংসদ সদস্য জননেতা আনোয়ারুল আজীম (আনার) অনেক দেন দরবার করে তার দলীয় নেত্রী ও শিক্ষা বান্ধব সরকারের কাছ থেকে আদায় করতে সক্ষম হয়েছেন ঐতিহ্যবাহী এই কলেজটি জাতীয়করন করতে। একই সাথে এমপি আনার আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন করতে সক্ষম হয়েছেন। নাম তার সরকারী নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়। কালীগঞ্জ বাসী তরুন এই জননেতা নামটি আজীব স্মরন রাখবে। কালীগঞ্জের ইতিহাসের পাতায় লেখা থাকবে তার নামটি। শহরবাসীর দাবী পৌর এলাকার আরো দু’টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে আলহাজ¦ আমজাদ আলী এন্ড ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেজ ও ঐতিহ্যবাহী সলিমুনেচ্ছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি জাতীয়করনের আওতায় আনা হোক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment