ফেনীতে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে চিহ্নিত মাদক ব্যবসায়ী লাল সুমন নিহত

৪ সেপ্টেম্বর রাত ১১ টায় ফেনীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সুলতান পুর গ্রামের ভান্ডারি পুকুরপাড় নামক স্হানে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যদের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সুমন প্রকাশ লাল সুমন (৩২)।এ সময় ঘটনারস্হল থেকে র্যাব অস্ত্র ও মাদক উদ্ধার করেন। র্যাব – ৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিড়ার শাফায়াত জামিল ফাহিম জানান, সুমন স্বরাষ্ট্রমন্ত্রণালয়েরর তালিকাভুক্ত এক জন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানা অস্ত্র ও মাদক আইনে একাধীক মামলা রহেছে। সে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের মোঃ মানু মিয়ার ছেলে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment