মাদারীপুরের শিবচরে দুই প্রবাসীর নের্তৃত্বে এক বিএনপি নেতাসহ শতাধিক সমর্থকের আওয়ামীলীগে যোগদান

মোঃ ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুরের শিবচরের দুই প্রবাসীর নের্তৃত্বে এক বিএনপি নেতাসহ শতাধিক বিএনপি সমর্থক আওয়ামীলীগে যোগদান করেছেন। আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপির হাতে ফুলের তোরা দিয়ে বিএনপি সমর্থকরা আওয়ামীলীগে যোগদান করেন। জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের একটি অনুষ্ঠানে আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপির হাতে ফুলের তোরা দিয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদ আলী বেপারী, প্রবাসী সেলিম মাদবর ও রেজাউল মাদবরসহ শতাধিক বিএনপি সমর্থকরা আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সামসুদ্দিন খান, সহ সভাপতি সাবেক মেয়র আঃ লতিফ মোল্লা, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ সংসদীয় দলের সাধারন সম্পাদক এদিন কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, মুন্সি কাদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, মুন্সি কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, কুতুবপুর আমজেদিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন, মানিকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। তিনি কুতুবপুর হাট বাজার ও মানিকপুর হাট বাজারসহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উদ্বোধন করেন। কাদিরপুর ইউপি চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন বলেন, বারবারের জনপ্রিয় সংসদ সদস্য লিটন চৌধুরীর ব্যাপক উন্নয়নে শিবচর আজ সারাদেশের উন্নয়নের মডেল। এতে উদ্বুদ্ধ হয়ে প্রায় বিএনপি নেতাই আওয়ামীলীগে চলে এসেছে। আজ একজন বিএনপি নেতা ও দুই প্রবাসীর বংশের শতাধিক বিএনপি সমর্থক আওয়ামীলীগে যোগ দিলেন। আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে অনেকেই আওয়ামীলীগে আসছেন। আমরা তাদের স্বাগত জানাই। সকলের অংশ গ্রহনে শিবচরকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment