জগন্নাথপুরে গুরু শিষ্যের বিদায় স্বরণে শোক সভা অনুষ্টিত

 জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্টী উপজেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলার সাংস্কৃতিক গুরু শিষ্যের বিদায় স্বরণে শোক সভা অনুষ্টিত হয়েছে। উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচী শিল্পী গোষ্টির সভাপতি প্রয়াত মানস রঞ্জন রায় ও সাংস্কৃতিক কর্মী তানভীর আহমদ ইমুর স্বরণে অনুষ্টিত শোক সভায় সভাপতিত্ব করেন উদীচী শিল্পি গোষ্টীর ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী ও সংগঠনের সহ সাধারন সম্পাদক আব্দুল মুকিত এবং নাট্য বিষয়ক সম্পাদক রনি রাজের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক দিপক কুমার দেব। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্টী সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি শিলা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্টী সিলেট জেলা সংসদের সভাপতি কবি এ কে শেরাম, সাধারন সম্পাদক ডা. অভিজিৎ দাশ জয়, সহ সভাপতি মাধব রায়,দপ্তর সম্পাদক ধ্রব গৌতম, সুনামগঞ্জ জেলা সংসদের প্রচার সম্পাদক আব্দুস সালাম মাহবুব, জগন্নাথপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া। সভায় আরো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,সাংবাদিক শংকর রায়,জহিরুল ইসলাম লাল, সাংস্কৃতিক কর্মী শশি কান্ত ঘোপ,জয়দ্বীপ সূত্রধর বিরেন্দ্র,এনামুল হক এনাম,শিক্ষিকা সালেহা পারভীন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত সাংস্কৃতিক কর্মী তানভীর আহমদ ইমুর পিতা আব্দাল মিয়া, উদীচী শিল্পি গোষ্টির সভাপতি প্রয়াত মানস রঞ্জন রায়ের মেয়ে শাশ^র্তী রায়, নিউ এম এম এর পরিচালক এ এইচ এনাম, সাংস্কৃতিক কর্মী নগেন্দ,মাধবী রানী নাথ, বিথি রাধা নাথ, নাঈম,খোকন,ঝুমা,পুরবী,জলী,সুসমিতা,ঐশী সহ উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের সকল কর্মী বৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শোক সভা শেষে স্বরণ সংগীত ও মসজিদে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment