ছাতকে অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ

ছাতকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে কয়েকটি অস্থায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানা রোড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানা। থানা রোডের পুরাতন হাসপাতাল সংলগ্ন জেলা পরিষদের ভুমিতে দীর্ঘদিন ধরে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছে শহরের চরেরবন্দ এলাকার মৃত আমির আলীর পুত্র মঈনূল ইসলাম। স্থানীয় লোকজনের অভিযোগ মঈনুল ইসলাম অন্যান্য পণ্যের সাথে গাঁজাও বিক্রি করা হতো এ দোকানে। উচ্ছেদের আগের রাতে ২০০ গ্রাম গাঁজাসহ মঈনুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে। তার এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় স্বস্থির পাশাপাশি সহকারী কমিশনার(ভুমি) সোনিয়া সুলতানা প্রশংসিত হয়েছেন এলাকার মানুষের কাছে। অভিযানের সময় সবজী ব্যবাসায়ীদের গড়ে তোলা আরো কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর কয়েক মাস আগে একই এলাকা থেকে উচ্ছেদ অভিযানের মাধ্যমে বুলড্রোজার দিয়ে বেশ কয়েকটি স্থায়ী স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ অভিযানের নেতৃত্বেও ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানা। তার সাহসী পদক্ষেপে ইতিমধ্যেই সরকারী বহু জায়গা দখলমুক্ত হয়েছে বলে স্থানীয়রা জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment