যক্ষা মুক্ত বাগেরহাট গড়তে সকল চিকিৎসকের প্রতি আহব্বান

 আবু-হানিফ ,

বাগেরহাট অফিস বাগেরহাট সদর হাসপাতালের সম্মেলন কক্ষে যক্ষা মুক্ত বাগেরহাট গড়ার লক্ষে এক ওরিয়েন্টেশন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গ্র্যাজুয়েট প্রাইভেট প্যাকটিশনারদের নিয়ে এ কর্মশালা হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রদিপ কুমার বকসির সঞ্চালনায় উক্ত কর্মশালায় বক্তৃতা করেন,বাগেরহাট বি,এম,এর সাধারন সম্পাদক ডা: আব্দুল মতিন আকন,ডেপুটি সিভিল সার্জন ডা: পুলক কুমার দেবনাথ, ডা: মো: লুৎফুল কবির,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোশারফ হোসেন,হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মশিউর রহমান, ডা: আবু দাউদ খান, ডা: মো: মনিরুজ্জামান, ডা: আবুল বাশার মোহা: সাদি, ডা: ওয়াসেক বিন সহিদ, ডা: এস,এম,শাহনেওয়াজ, ডা: আফসানা আকতার, ডা: সুবল মন্ডল, ডা: রোয়েনা আলম,ডা: শেখ রিয়াদুজ্জামান, ডা: আমরান মোহাম্মাদ, ডা: মো: তারিকুল ইসলাম, ডা: শংকর কুমার প্রমুখ।সভায় সমাপনি বক্তৃতায় সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল বাগেরহাট জেলাকে যক্ষা মুক্ত করে স্বাস্থ্য বিভাগকে একটি মডেল হিসাবে গড়ে তোলার জন্য সকল চিকিৎসকদের প্রতি আহব্বান জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment