বাগেরহাট সদর উপজেলার ভুমি খাতে সেবার মান্নোয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু-হানিফ , বাগেরহাট অফিস :

বাগেরহাট সদর উপজেলার ভুমি খাতে জনগনের সেবার মান্নোয়নের লক্ষে বুধবার সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে সকল তহশিলদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তানজিল্লুর রহমান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন সনাক সভাপতি(ভারপ্রাপ্ত) প্রফেসর এবিএম.মোশাররফ হুসাইন,সাংবাদিক মোল্লা আব্দুর রব,তহশিলদার আব্দুল মান্নান,মলঙ্গী ইসহাক উদ্দিন,দিলরুবা আক্তার,শরীফ নাজমুল হুদা,মো: আনোয়ারুল হক,সুম্মিতা রায়,শেখ আকবর আলী,টিআইবি‘র এরিয়া ম্যানেজার শেখ বশির আহমেদ,ইয়েস সদস্য শেখ মুজিবর রহমান,হুমায়রা খাতুন,শেখ ইকবাল হোসেন প্রমুখ।সভায় বক্তারা সেবার মান উন্নয়নে সেবা সম্পর্কিত বিষয়ে সেবাগ্রহীতদের মতামত ও সুপারিশসমূহ তুলে ধরেন।উপজেলা নির্বাহী অফিসার তার বক্তৃতায় বলেন,সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে শুধু বাগেরহাট সদর উপজেলাতে ভুমির কাজের মানোন্নয়নে কাজ করে যাচ্ছি। সেবাপ্রদানের ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment