রাণীনগরে ৪ হাজার মানুষের দূর্ভোগ নামক রাস্তায় সিসি ঢালায়ের উদ্বোধন

 স্টাফ রিপোর্টার, নওগাঁ :

নওগাঁর রাণীনগরে ইউপি সদস্যের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ৪ হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে দুই কিলোমিটার রাস্তায় সিসি ঢালায় ও ইট সোলিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ইউআরএস’র অর্থায়নে সিসি ঢালায় ও ইট সোলিং এর কাজ করছেন রাণীনগর এলজিইডি কর্তৃপক্ষ। এর আগে জনসাধারনের র্দূভোগের কথা ভেবে ব্যক্তিগত উদ্দোগে দীর্ঘদিনের জরাজীর্ন এই রাস্তার পুন:নিমার্ণ ও খানা-খন্দ মাটি দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করে তোলেন ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের ৭নং (সিম্বা-সিংড়াডাঙ্গা) ওয়ার্ডে দুই বারের নির্বাচিত ইউপি সদস্য মো: শুকুর আলী। এই ধরণের নানা উন্নয়ন মূলক কর্মকান্ডের কারণে তার ওয়ার্ডের প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নিজ তহবিল থেকে মাটি কেটে রাস্তাটি পুন:নিমার্ণ ও খানা-খন্দ ভরাট করে চলাচলের উপযোগী করে যোগ্য জনপ্রতিনিধি হিসেবে এলাকায় বেশ সাড়া জাগিয়েছেন শুকুর আলী মেম্বার। জানা গেছে, উপজেলা সদরের সিম্বা-সিংড়াডাঙ্গা ওয়ার্ডের বিশেষ করে সিম্বা গ্রামের প্রায় ৪ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা সিম্বা বাসস্ট্যান্ড হতে বালুচরি ব্রীজ ও খড়িমিল্লাহ ভিটে থেকে খাগড়া ছোট ব্রীজ পর্যন্ত (সব মিলে প্রায় দুই কিলোমিটার) রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ছোট বড় খানা- খন্দ ও চলাচলের অনুপযোগী হওয়ায় ওই গ্রামের জনসাধারণের প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হতো। প্রায় ৪ হাজার মানুষের প্রাণের দাবি ছিল জরাজীর্ন রাস্তাটি জনস্বার্থে পুন:নিমার্ণসহ পাকা করণ করা। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ও জনসাধাণের ভোগান্তির কথা ভেবে গত প্রায় সাড়ে ৪ মাস আগে ইউপি সদস্য শুকুর আলী নিজ তহবিল থেকে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটির পুন:নিমার্ণ কাজ ও খানা-খন্দ মাটি দিয়ে ভরাটের কাজ সম্পূর্ণ করে চলাচলের উপযুগী করে তোলেন। এই কাজের জন্য যোগ্য জনপ্রতিনিধি হিসেবে এলাকায় বেশ সাড়া জাগিয়েছেন শুকুর আলী মেম্বার। পরবর্তীতে শুকুর আলীর প্রচেষ্টায় উক্ত রাস্তাগুলোতে সিসি ঢালায় ও ইট সোলিং কাজের জন্য কয়েক মাস আগে উপজেলা রাজস্ব খাত থেকে বরাদ্দ দেওয়া হয়। রাণীনগর এলজিইডি অফিসের মাধমে উক্ত বরাদ্দকৃত সাড়ে ১৫ লক্ষ টাকা ব্যয়ে সিম্বা গ্রামের জনসাধারণের নির্বিঘেœ চলাচলের স্বার্থে গ্রামের একাধিক রাস্তায় ঢালায় ও সোলিং কাজের শুভ উদ্বোধন করা হয়। রবিবার সকালে অনুষ্ঠানিক ভাবে ঢালায় কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুখ জেমস। এসময় উপস্থিত ছিলেন, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, এলজিইডি অফিসের উপ-সহকারি প্রকৌশলী মো: শাহিনুর হক, স্থানীয় ইউপি সদস্য মো: শুকুর আলী প্রাং, ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সবুজ খাঁন প্রমুখ। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সদস্য মো: শুকুর আলী জানান, আমার ওয়ার্ডের জনসাধারণের একমাত্র ভরসা এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী ছিল। আমি নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের প্রাণের দাবি পূরণের লক্ষ্যে নিজ উদ্যোগে প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কার করি। পরে স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম ও উপজেলা চেয়ারম্যানের সহযোগীতায় উপজেলা রাজস্ব খাত থেকে বরাদ্দ স্বাপেক্ষে (আজ) রবিবার সকালে রাস্তাগুলোর ঢালায় ও ইট সোলিং কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment