নিকলীতে জুয়ার আসর থেকে চারজন গ্রেফতার

 হিমেল আহমেদ,নিকলী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলীতে গতকাল শনিবার রাতে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. শফিকুল ইসলাম ও সঙ্গীও র্ফোস উপজেলার মোহরকোণা বাজারে জুয়ার আসর থেকে, মোহরকোণা গ্রামের মৃতঃ ইদু মিয়ার পুত্র আবু মিয়া (২৯),একই গ্রামের মৃতঃ ফজলুল রহমানের পুত্র হাবীবুর রহমান (৩৫),পাশ্ববর্তী কৈবতহাটির আব্দুর রহিমের পুত্র জানারুল (২৫),কামালপুর গ্রামের মোঃ আলম মিয়ার পুত্র অবেদুল হক (২১) কে গ্রেফতার করেছে বলে জানা যায়। ঘটনার সত্যতা স্বীকার করে এস.এই. শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান,গ্রেফতারকৃত জুয়ারীদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment