জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস।বিশ্বের শান্তিকামী মানুষের দাবির প্রেক্ষিতে জাতিসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত বিশ্বের সকল দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পরিষদের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা একরামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, ডা. শাইকুর ইসলাম, সাংবাদিক শংকর রায় প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার অরুপ সরকার সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও সকল শ্রেণী পেশার মানুষ। সভায় বক্তাগন বলেন, একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নম্বর ৩৬/৬৭ প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের “তৃতীয় মঙ্গলবার” জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/২৮২ নম্বর প্রস্তাব অনুসারে ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর থেকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত বিশ্বের সকল দেশ ও সংগঠন কর্তৃক যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালিত হয়ে আসছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment