ফটিকছড়ির পাইন্দংয়ে যুবকের লাশ উদ্ধার

 মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়ির পাইন্দংয়ে সুনয়ন বড়ুয়া (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অাজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ হাইদচকিয়া গ্রামের বাইন্যা বৈদ্যর বাড়ীর হরিশংকর বড়ুয়ার ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। স্থানীয় ইউ.পি সদস্য গৌতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নিহত সুননয় তার শোবার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাত দশটার দিকে তার খালা ভাত খাওয়ার জন্য ডাকলে কক্ষের দরজা বন্ধ দেখতে পায়। পরে কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলে ঘরের ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ দেখতে পায় পরিবারের স্বজনরা। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। অাজ বিকাল ৩ টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’ নিহত সুননয়ের বাড়ী ফটিকছড়ির অাব্দুল্লাহপুর গ্রামে। তার পিতা মৃত কান্তি বড়ুয়া। তার ছয় মাস বয়সে মা হরিশংকর বড়ুয়া মারা গেলে সুনয়ন পাইন্দংয়ের খালা সরুজী বড়ুয়ার কাছে বড় হয়। তিনি ঢাকার একটি বেসরকারী প্রতিষ্টানে চাকরী করে। ঘটনার অাট দিন অাগে তিনি বাড়ীতে অাসেন। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল অাক্তার বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অাত্মহত্যা কিনা নিশ্চিত নয়। ময়না তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment