নওগাঁ আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ, রিপোর্টার, নওগাঁঃ সড়ক পরিবহন আইনের প্রতিবাদ জানিয়ে নওগাঁ আন্তঃজেলার সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে চালক ও হেলপাররা। গতকাল শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা করা হয়। এতে ভোগান্তি পরেন যাত্রীরা । দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকারপর যাত্রীরা ছোট ছোট যান বাহনে চলাফেরা করছেন। বাস চালক শ্রমিকরা জানান, সড়ক পরিবহন আইনে দুর্ঘটনা ঘটলে দোষ প্রমাণিত হলে চালকদের পাঁচ লাখ টাকা জরিমানা এবং পাঁচ বছর জেল হবে- এই আইনের প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তারা জানান সরকারের এই আইন অযৌক্তিক। নওগাঁ জেলা মোটর শ্রমিকের নেতা আমজাদ হোসেন বলেন, বাস বন্ধ থাকার বিষয়ে আমরা কিছু জানি না। বাস চালক এবং হেলপাররা বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment