উত্তাপ ছড়াচ্ছেন ‘কাসৌটি জিন্দাগি কি’র কমলিকা

উত্তাপ ছড়াচ্ছেন ‘কাসৌটি জিন্দাগি কি’র কমলিকা

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কাসৌটি জিন্দাগি কি’র রিমেক হচ্ছে- এটা পুরনো খবর। আজ মঙ্গলবার থেকে এর সম্প্রচার শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে সম্প্রতি নতুন প্রোমো ছাড়া হয়। যাতে নায়ক-নায়িকাকে ছাড়িয়ে আলোচনায় উঠে এসেছেন ভিলেন চরিত্র কমলিকা।

ধারবাহিকটির নায়ক-নায়িকা অনুরাগ-প্রেরণার মতোই টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় চরিত্র কমলিকা। যে আজও সকলের কাছে সেরা ভিলেন। নতুন প্রোমোতে পাওয়া গেল তারই কিছু ঝলক। তবে মুখ দেখানো হয়নি। কারণ এবারে অনুরাগ-প্রেরণার থেকেও দর্শকমহলের বেশি উত্তেজনা কমলিকাকে নিয়ে।

পিঠ খোলা ব্লাউজ, কোমরের নিচে পরা শাড়ি। কোমর দুলিয়ে, নিজের শরীরি আবেদনে, বিভিন্ন ছলাকলায় ফের অনুরাগকে ফাঁসাতে আসছে কমলিকা।

শোনা গিয়েছিল, কমলিকার রোলের জন্য বেছে নেওয়া হয়েছে হিনা খানকে। যিনি আট বছর ধরে আদর্শ বউমার ভূমিকায় অভিনয় করে এসেছেন তিনি কিনা অভিনয় করবেন কমলিকা, টেলিভিশনের আল্টিমেট ভ্যাম্পের ভূমিকায়।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment