পানিতে তলিয়ে যাচ্ছে মিনিকক্সবাজার, কমছে দর্শনার্থীদের সংখ্যা

ইত্তেফাক, প্রথম আলো . আমাদের সময়,, আজকের পত্রিকা, কালের কণ্ঠ | দৈনিক ইনকিলাব, আন্তর্জাতিক সংবাদ, আন্তর্জাতিক, দৈনিক সংগ্রাম, আমার দেশ,বাংলাদেশ প্রতিদিন , যুগান্তর ,দৈনিক ভোরের কাগজ

 দোহার প্রতিনিধি (পশ্চিম অঞ্চল)

ঢাকা দোহারের মিনিকক্সবাজার খ্যাত মৈনটঘাট এবং এর আসেপাশের এলাকা এখন পানিতে পরিপূর্ণ। পানিতে তলিয়ে গেছে দর্শনার্থীদের ঘুড়ে বেরানোর যায়গাটুকু।যেখানে অল্প কিছু দিন আগে ও মিনিকক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক ভীড় করতো দর্শনার্থীরা। সেখানে এখন শুধু পানি আর পানি। পানি বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় ও কমতে শুরু করছে মিনিকক্সবাজারে। পানি বাড়ার কারনে হোটেল মালিক ও ব্যাবসায়ীরা ও ব্যস্ত হয়ে পড়ছে তাদের দোকানপাট সরাতে এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে। মিনিকক্সবাজারে পানি আসার পূর্ব গড়ে প্রতিদিন ৩০০থেকে ৫০০ জন দর্শনার্থী আসতো আর পানি আসার পর এখন আসে গড়ে ১০০ থেকে২০০ জন দর্শনার্থী। পানি আসার কারনেই দর্শনার্থীর সংখ্যা কমছে বলে জানিয়েছন সংশ্লিষ্টরা। মিনিকক্সবাজারের কসমেটিক্স ও টুপির ব্যাবসায়ী মোঃইমারত হোসেন জানান, পানি আসার কারনে আমরা দোকান খুলতে পারছিনা,এছাড়া ও এখন লোকজন আসে না এখানে তাই আমরা ব্যাবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, হোটেল মালিক মোঃওহাব জানান, বর্তমানে বেছা কেনা নাই বললেই চলে, এখন মানুষ কম ঘুড়তে আসে তবে আমরা আশা করছি দ্রুতই পানি কমবে এবং দর্শনার্থীদের সংখ্যা বাড়বে এমনটাই প্রত্যাশা সংস্লিস্ট সকলের।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment