বিএনপির জনসভা শনিবার

বিএনপির জনসভা শনিবার

ঢাকার জনসভা দু’দিন পিছিয়ে আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিবর্তিত এ কর্মসূচির দিন ঘোষণা করেন।

তিনি বলেন, এর আগে সোমবার ঘোষণা করেছিলাম- বিএনপির জনসভা বৃহস্পতিবার হবে। তা পরিবর্তন করা হয়েছে। এই জনসভা শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পাওয়া গেছে কি-না জানতে চাইলে রিজভী বলেন, অনুমতি পাইনি। তবে আশা রাখছি, অনুমতি পাব।

দশ বছরে আওয়ামী লীগের শাসনামলে অনিয়মের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ১৪টি প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে জাতি জানতে চায়- বিগত ১০ বছরে ব্যাংক-বীমা লুটের টাকা গেল কোথায়? শেয়ারবাজার লুটের টাকা গেল কোথায়? ব্যাংকে আমানতকৃত টাকার চেক দিয়ে মানুষ না পেয়ে ফেরত আসে কেন? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করেছে কে? এখনও কেন রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি? আর্থিক খাত ধ্বংস করল কে? কানাডায় বেগম পল্লী ও মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে কারা? গত ১০ বছরে বিদেশে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে কারা? প্রায় প্রতিদিন গড়ে চার-পাঁচজন নিরীহ মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কার নির্দেশে? ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন কবির পারভেজ, সাইফুল ইসলাম হিরু, সুমন, জাকিরসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে কে? কালো কাচ ঢাকা মাইক্রোবাসগুলো কাদের? উপজেলা চেয়ারম্যান নুর হোসেন বাবুকে প্রকাশ্যে যারা হত্যা করেছে, কার নির্দেশে তাদের বিচার হলো না, মাফ পেয়ে গেল? যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি নাজমুলকে ক্রসফায়ারে হত্যাসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে কে? সর্বোপরি দেশের সাবেক প্রধান বিচারপতিকে দেশ থেকে বিতাড়নের নির্দেশ দিয়েছে কে?

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment