বিদ্যুৎ নিয়ে আষাঢ়ের গল্প বলার দিন শেষ হয়ে গেছে –এমপি মানিক

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ

পরিকল্পনা মন্ত্রনালয় ও সরকারী প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, বিদ্যুৎ নিয়ে আষাঢ়ের গল্প বলার দিন শেষ হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সফলতার সহিত ঘরে-ঘরে বিদ্যুৎ পৌছে দিতে সক্ষম হয়েছে। বিদ্যুতের দাবীতে আন্দোলন করে জনগনের আর মরতে হয় না। শেখ হাসিনার নির্বাচনী চ্যালেঞ্জ সকলের জন্য বিদ্যুৎ এখন নিশ্চিত হয়েছে। বিগত বিএনপি-জামাত জোট সরকারের লুটপাটের চিত্র তুলে ধরে বলেন, শেখ হানিা সরকারের অভুতপূর্ন সার্বিক উন্নয়ন দেশবাসী এখন ভোগ করতে পারছে। উন্নয়ন বিশ্বাসী দেশবাসী আবারো উন্নয়ন ও মানবতার নেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাবে। শনিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের হরিষপুর, নানছিরি, শিমুলতলা ও মৃতগাও গ্রামের বিদ্যুৎ সংযোগ উপলক্ষে শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হকের সভাপতিত্বে এবং এডভোকেট আলম উদ্দিন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ পলীবিদ্যুৎ সমিতির জিএম অখিল কুমার সাহা, ডিজিএম আশরাফুল ইসলাম,সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এড. রাজ উদ্দিন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পলীবিদ্যূৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, আব্দুল মছব্বির, আব্দুল হেকিম, মুরাদ হোসেন, বিলাল আহমদ, জসিম উদ্দিন মাষ্টার, আহমদ আলী আপন, কাজী আনোয়ার মিয়া আনু, আমিরুল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, সিলেটস্থ ছাতক সমিতির সাধারন সম্পাদক আফজল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ, কালারুকা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক আব্দুল আওয়াল, শ্রমিক নেতা আব্দুল কদ্দুছ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুস সহিদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, ছাত্রলীগ নেতা মাহফুজ বাবলু, জাহিদ হাসান ডালিম, তাজামুল হক রিপন প্রমুখ। সভায় আব্দুল হেকিম, শফিক হোসেন সুরুজ, ফজলু মিয়া মেম্বার, মানিক মেম্বার, আকল মিয়া মেম্বার, আলাউদ্দিন, আলী হোসেন, শফিউল ইসলাম, সাব্বির হোসেন হৃদয়, দৌলত মিয়া, মাষ্টার নাছির উদ্দিন, নজমুল হোসেন, মাফিজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে এক বিরাট মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সভাস্থলে নিয়ে যাওয়া হয়। সভা শেষে সুইচ টিপে চার গ্রামে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মানিক।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment