আওয়ামীলীগ সংসদীয় পার্টির সেক্রেটারীর নির্দেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ভয়াবহ নদী ভাঙ্গন পরিদর্শন

মো: ইব্রাহীম,মাদারীপুর প্রতিনিধি ॥ আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপির নির্দেশক্রমে পদ্মা ও আড়িয়াল খা নদীর ভয়াবহ ভাঙ্গন কবলিত মাদারীপুরের শিবচরের চরাঞ্চল পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মাহফুজুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা । পরিদর্শনকালে তিনি ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধানের আশ^াস দেন ক্ষতিগ্রস্থদের। চলতি বছর পদ্মা ও আড়িয়াল খার ভাঙ্গনে জেলার শিবচর উপজেলার ৪ টি ইউনিয়নের সাড়ে ৮ শতাধিক ঘর বাড়ি, ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, ৩ টি ব্রীজ কালভার্ট, ২ টি হাট-বাজার, শতশত বিঘা ফসলী জমি, পাকা সড়ক বিলীন হয়। জানা যায়, আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপির নির্দেশক্রমে বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান পদ্মা নদীর ভাঙ্গন কবলিত চরজানাত ইউনিয়ন ও আড়িয়াল খা নদের সন্নাসীরচর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নদী ভাঙ্গনরোধে দ্রুত প্রয়োজনীয় বালুর বস্তা ফেলে অস্থায়ী সমাধানের নির্দেশ দেন কর্মকর্তাদের। আর খুব শির্ঘ্যই এই দুটি নদী ভাঙ্গনরোধে স্থায়ী সমাধান করা হবে বলে স্থানীয়দের আশ^স্ত করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একে এম ওয়াহেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, মাদারীপুর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। চলতি বছর পদ্মা ও আড়িয়াল খা নদীর ভাঙ্গন জেলার শিবচর উপজেলার চরাঞ্চলের চরজানাজাত, কাঁঠালবাড়ি , বন্দরখোলা ও সন্নাসীরচর ইউনিয়নে ব্যাপক আকার ধারন করে। নদী ভাঙ্গনে এ পর্যন্ত সাড়ে ৮ শতাধিক ঘর-বাড়ি নদীগর্ভে। বিলীন হয়েছে চরজানাজাতের ইলিয়াস আহমেদ চৌধরী মাধ্যমিক বিদ্যালয়, মালেক তালুকদার সরকারী প্রাথমিক বিদ্যালয়, মজিদ সরকার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও বন্দরখোলার ৭২ নং নারিকেলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম ফকিরকান্দি রহমানিয়া দাখিল মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়েছে। একটি মোবাইল টাওয়ার ও সংলগ্ন একটি ব্রীজও আক্রান্ত হয়েছে। এনিয়ে পদ্মা নদীর ভাঙ্গনে এ পর্যন্ত চরাঞ্চলের ৩ ইউনিয়নের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ৮ শতাধিক ঘরবাড়ি ,ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, ৩ টি ব্রীজ কালভার্ট, শতশত বিঘা ফসলী জমি, পাকা সড়ক বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মাহফুজুর রহমান বলেন, সারাদেশে আমাদের ২৪ হাজার কিলোমিটার নদী আছে। এই অংশটি পদ্মা সেতুর নদী শাসন বাঁেধর কাছাকাছি হওয়ার পরেও অনেক ভাঙ্গছে। অপরদিকে আড়িয়াল খা নদীও ব্যপক ভাঙ্গছে। স্থানীয় সংসদ সদস্য বিষয়টি আমাকে অবগত করেছেন। আজ আমরা এই দুটি নদীর ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে দেখলাম। মন্ত্রনালয়ের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী সমাধানের কার্যক্রম শুরু করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment