দোহারে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন

মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপি ৪র্থ জাতীয় জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে।সকাল ১০টায় উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দিন ব্যাপী এ মেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে একটি বিশাল র‌্যালী বের করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে একটি বিশাল র‌্যালী বের করা হয়।র‌্যালীটি উপজেলা পরিষদ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।পরে মেলার উদ্বোধন অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদে¦াধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।মেলায় সরকারি- বেসরকারি মোট ৫৬টি ষ্টল খোলা হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার আপামর জনসাধারন,বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা-কর্মচারী,ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য,রাজনৈতিক ব্যাক্তিবর্গ সবার মুখেই তিন দিনব্যাপি ৪র্থ জাতীয় জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ কে ঘিরে উল্লাস দেখা যায়।মেলা উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি সেবা খ্যাতের ব্যানারে একটি করে ষ্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সালমা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.জমিস উদ্দিন,উপজেলা প্রকৌশলী মো.কবির উদ্দিন শাহ ,উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াহিদুর রহমান,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন,ওসি(তদন্ত) মো.ইয়াছিন মুন্সি,উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া,ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.ফজলুল হক,দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল,সাধারন- সম্পাদক আলী আহসান খোকন শিকদার,ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপÍ সভাপতি সালাউদ্দিন দরানী,ঢাকা জেলা ছাত্রলীগের দক্ষিনের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ প্রমুখ উপস্তিত ছিলেন। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment