একসাথে তিন সন্তানের জননী হলেন রাজশাহীর সুলতানা

আমানুল্লাহ (রাজশাহী প্রতিনিধি) : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসাথে তিন ছেলে সন্তান জন্ম দিয়েছেন এক প্রসূতি। গতকাল সন্ধ্যা ৭ টার সময় রামেক হাসপাতালের ২৩ নাম্বার ওয়ার্ডে এরকম খবর পাওয়া গেছে। জন্ম দেওয়া এই জননীর নাম মোসাঃ সুলতানা বেগম। তিনি রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়া গ্রামের মোঃ আনোয়ার পারভেজের স্ত্রী। জানা যায়, গত মঙ্গলবার বিকালে সুলতানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ২৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসক অপারেশন করলে গতকাল সন্ধ্যায় একসাথে তিনটি সন্তান প্রসব করেন তিনি। হাসপাতালে সরেজমিনে গিয়েও দেখা যায় বিস্ময়কর সেই চিত্র। প্রসূতির স্বামী মোঃ আনোয়ার পারভেজ জানান, আমরা বিস্মিত হলেও আল্লাহ যা দিয়েছেন তাতেই আমরা খুশি। তবে সকলের কাছে দোয়া চাই যেন সুস্থ থাকতে পারি। তবে মহিলার শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক কোনো সদুত্তর দিতে পারেননি। কেন সদুত্তর নাই জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালের এতগুলো রুগীর অবস্থা তো আর মনে রাখা সম্ভব হয়না। তবে স্বজনরা জানিয়েছেন, প্রসূতি মহিলার অবস্থা একটু ভাল মনে হলেও বাচ্চার অবস্থা একটু আশঙ্কাজনক। চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় সেটাও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন স্বজনরা। তবে একসাথে তিন সন্তানের জন্ম হওয়ায় ওয়ার্ডে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment