ঢাকা জেলা পুলিশ এর পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জনসচেতনামূলক পরামর্শ প্রাক-পূজা নিরাপত্তা ব্যবস্থা

১। প্রতিটি পূজা মন্ডপে কমিটি কর্তৃক ভেটিং পূর্বক সচেতন ব্যক্তিদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন এবং টিমের সদস্যদের পরিচয়পত্র প্রদান ।

২। পূজা মন্ডপে দুস্কৃতিকারী কর্তৃক প্রতিমা ভাংচুর/পূজার উপকরণাদি চুরি/ নাশকতামূলক কর্মকান্ড রোধকল্পে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত করা এবং এরুপ ঘটনা ঘটলে দ্রুততম সময়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করা ।

৩। সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমনঃ অথবা এবং মোবাইল ফোনের মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোট করে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ নিচ্ছে জানা গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা ।

৪। মন্ডপের চারিদিকে নিরাপত্তা বেষ্টণি তৈরি করা ।

৫। মন্ডপ তৈরির শুরু থেকে পূজা আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত অর্থ্যাৎ পুলিশ সদস্যদের উপস্থিতির পূর্ব পর্যন্ত নিজস্ব উদ্যোগে মন্ডপে পাহারার ব্যবস্থা রাখা ।

৬। সকল সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখা । ধর্মীয়ভাবগাম্ভীর্য বজায় রাখার লক্ষ্যে ছোট খাটো সমস্যা সমাধানে নিজেরাই অগ্রণী ভূমিকা পালন করা ।

৭। নিরাপত্তা সংক্রান্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকলে পূর্বেই থানা পুলিশকে অবহিত করা ।

৮। মাদক সেবন থেকে বিরত থাকা ।

পূজা চলাকলীন নিরাপত্তা ব্যবস্থা:

১। পূজা উদ্ধসঢ়;যাপন কমিটি কর্তৃক পূজা মন্ডপে দর্শনার্থীদের ব্যাগ /পুটলা ইত্যাদি নিয়ে প্রবেশ না করার জন্য অনুরোধ করা ।

২। প্রতিমা দর্শনার্থী নারী ও পুরুষ পৃথক পৃথক প্রবেশ প্রস্থান পথের এবং পৃথক বসার ব্যবস্থা রাখা।

৩। জেনারেটর , হ্যাজাক লাইট বা বিকল্প আলোর ব্যবস্থা সহ নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্য সম্মত টয়লেটের ব্যবস্থা রাখা ।

৪। পূজা মন্ডপে আগত শিশু , নারী এবং অন্যান্য দর্শনার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা ।

৫। নারীদর্শনার্থীদেরকে কেউ যাতে উত্ত্যক্ত ( ইভটিজিং) করতে না পারেসে বিষয়ে সর্তক দৃষ্টি রাখা।

৬। গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি/ ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা রাখা ।

৭। পূজা চলাকালীন আতশবাজি এবং পটকা ফোটানো হতে সংশ্লিষ্টদের বিরত রাখা ।

৮। পূজা চলাকালীন পূজা মন্ডপ এলাকায় এবং রাস্তায় যানজট নিরসন কল্পে স্বেচ্ছাসেবকদের দ্বারা কর্তব্যরত পুলিশকে সহায়তার ব্যবস্থা করা ।

৯। মন্ডপ এলাকার অননুমোদিতভাবে দোকানপাট স্থাপন না করা ।

প্রতিমা বিসর্জনকলীন নিরাপত্তা ব্যবস্থা:

১। প্রতিমা বিসর্জনের পূর্বে শোভাযাত্রার রুট নির্ধারণ করা এবং কোনক্রমেই তা পরিবর্তন না করা।

২। সূর্যাস্তের পূর্বে প্রতিমা বিসর্জনের স্থানে প্রতিমা নিয়ে
পৌছানো এবং যথাসম্ভব সন্ধ্যার আগে বিসর্জন করা ।
৩। বিসর্জনের দিন যে সব স্থানে প্রতিমা বিসর্জন করা হবে, সে
সব স্থানে মাইক এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা ।
৪। যে সব স্থানে পূজা মন্ডপের প্রতিমা বিলম্বে বিসর্জন দেয়া হয়, সে
সব স্থানে স্থানীয়ভাবে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা ।
৫। প্রতিমা বিসর্জনের সময় প্রাণহানীর ঘটনা যেন না ঘটে এ
ব্যপারে পূজা কমিটি কর্তৃক সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তা নিশ্চিত
করার জন্য সতর্ক করা ।

পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা
পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে
সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা ।

প্রয়োজনে
সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল-০১৭৩০৩৩৬৩২৯
ওসি নবাবগঞ্জ থানা-০১৭১৩৩৭৩৩৩০
ওসি দোহার থানা -০১৭১৩৩৭৩৩৩১

https://www.youtube.com/watch?v=cYZGmEYt1uk

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment