সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের সমাবেশ

 নিজস্ব প্রতিবেদক:

গতকাল ৫ অক্টোবর শুক্রবার বাদ জুমা ঐতিহাসিক সোহরাওয়র্দী উদ্যানে সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে দেশের অন্যতম ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে হাজার হাজার কর্মী সমর্থকেরা সকাল থেকেই আসতে থাকেন সোহরাওয়র্দী উদ্যানে।বিকাল ৩ টায় সমাবেশ স্থলে হাজির হন দলটির আমির মুফতি রেজাউল করীম।আর তার আগেই গোটা সোহরাওয়র্দী উদ্যান কানায় কানায় পূর্ন হয়ে যায়।পরে মানুষ ভীড় করে আশে পাশের এলাকায়। সমাবেশে দলটির নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম সরকারের বিভিন্ন দূর্নিতির কথা তুলে ধরে বলেন,”যেখানে ভারতের প্রতি কিলোমিটার রাস্তা তৈরিতে ব্যায় হয় দশ কোটি টাকা আর বাংলাদেশে ব্যায় হয় ৯৪ কোটি টাকা। তিনি আরো বলেন,” ১৯৭০ সালে ভোটের জন্য যেমন বাঙ্গালিদের লড়াই করতে হয়েছে,এই ২০১৮ সালে ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করতে হবে। সমাবেশে দলটির আমির মুফতি রেজাউল করীম বলেন,”আজ দেশের সাধারন মানুষের জীবনের নিরাপত্তা নেই। সাধারন মানুষর ভোটের অধিকারটুকু কেড়ে নিয়েছে। সরকার সাধারন মানুষকে জিম্মি করে রেখেছে। স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগনের অধিকার হরন করেছে,জনগনের সম্পদ লুট করেছ,গুম খুনের রাজত্ব কায়েম করছে। জনগনের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজনীতিতে গুনগত পরিবর্তন দরকার। আমরা বারবার রাজনৈতিক সংকট নিরসনের জন্য দাবি জানিয়ে আসছি।সরকার এতে নিরব ভূমিকা পালান করছে। তিনি আরো বলেন, “যারা দেশকে ভালবাসে তারা দূর্নিতি করতে পারে না, যারা দেশকে ভালবাসে তারা জনগনের অধিকার হরন করতে পারে না। এ সমাবেশ থেকে বিভিন্ন দাবি ও তুলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।দাবীগুলোর মধ্যে অন্যতম হলো,নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, বর্তমানের নির্বাচন কমিশন বাতিল করতে হবে, ইভি এম বাতিল করতে হবে ইত্যাদী।সমাবেশে আরো উপস্থিত ছিলেন, দলটির মহাসচিব ইউনুছ আহমদ,প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী,রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলি আকন, যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমান,ইসলামী যুব আন্দোলনের সভাপতি, আতিকুর রহমান,ইসলাসী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি ফজলুল করীম মারুফ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment