বাগেরহাটে নানা আয়োজনে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ পালন

 আবু হানিফ, বাগেরহাট অফিস ঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হল বাগেরহাট মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ কর্মসূচি। বৃহস্পতিবার বিকেলে শহরের শিশু একাডেমী অডিটোরিয়ামে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সাংগঠনিক পক্ষ শেষ হয়।শিশু একাডেমীতে সমাপনি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. পারভীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেনা চৌধুরী, অর্থ সম্পাদক তাহমিনা বেগম মিনু, প্রচার সম্পাদক নাদিরা আকরাম, প্রশিক্ষন সম্পাদক লুৎফা দিদার, সদস্য রিজিয়া পারভীণ, ঝিমি মন্ডল, সোনালী সোম, সালমা নাসরিন।সাংগঠনিক পক্ষ কর্মসূচিতে বাগেরহাট মহিলা পরিষদ ৯টি উপজেলায় সদস্য সংগ্রহ, ২টি কর্মী সভা, নতুন ও পুরাতন সদস্যদের সাথে মতবিনিময়, ৩টি সাংগঠনিক প্রশিক্ষন কর্মশালা, ৫টি কমিটি গঠন, কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচি পালণ করেছে।এ কর্মসূচির মধ্যদিয়ে ১ হাজার ৪‘শ ৩৩ জনে দাড়ালো বাগেরহাট মহিলা পরিষদের সদস্য।প্রচার সম্পাদক নাদিরা আকরাম বলেন, বাগেরহাটের সকল উপজেলায় মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য পক্ষকাল ব্যাপি কর্মসূচি শেষ হয়েছে। এ সংগঠন আগামীতে নারীর ক্ষমতায়ন ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ন ভূমিকা পালণ করবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment