নবাবগঞ্জ উপজেলার সাবেক এমপি বোরহান উদ্দিনের ইন্তেকাল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের কোন্ডা গ্রামের বাসিন্দা ও সাবেক ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য বোরহান উদ্দিন খান (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকালে রাজধানীর মহাখালী অ্যায়াল্যাস গেইট মাঠে প্রথম নামাজের যানাজা, বাদ জহুর নবাবগঞ্জের আগলা চৌকিঘাট জনমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে ২য়, এরপর উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদ চত্তরে ৩য় ও বিকাল সাড়ে ৩টায় কোন্ডা গ্রামের শেষ নামাজের যানাজা অনুষ্ঠিত হয়। পরে কোন্ডা ঈদ গাঁ মাঠ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। জানা যায়, তিনি ১৯৮৬-১৯৯১ সাল পর্যন্ত সাবেক ঢাকা-২ (নবাবগঞ্জ) আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুতে ঢাকা-১ আসনের সাংসদ ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম শোক প্রকাশ করেছেন। অপরদিকে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাকেরপার্টির দোহার-নবাবগঞ্জ উপজেলার সভাপতি মোক্তার হোসেন (৫৫) রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত কিডনীজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জহুর মেলেং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের যানাজা অনুষ্ঠিত হয়। পরে সামাজিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment