দোহারে পুলিশের অভিযানে বিপুল পরিমান জাল আটক

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় মা ইলিশ রক্ষায় ও ইলিশের প্রজনন রক্ষায় দোহার থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়েছে।পরে জব্দকৃত জাল ভ্রাম্যমান আদালতের নির্দেশে আগুনে পুরে ধ্বংস করা হয়। গতকাল রোববার সন্ধার পর গোপন সংবাদের ভিত্তিত্বে দোহার থানা পুলিশ উপজেলার মেঘুলা বাজারের নদীর পাড় এলাকায় পাঠান মার্কেটের গোডাউন থেকে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ব্যবসায়ী আজাহার(৪০) ও সফিক(৪৩)কে আটক করেন।সংবাদ পেয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার রিবার আদালত জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করার নির্দেশ দেন।এ সময়ে মেঘুলা বাজার কমিটি ও গন্যমান্য ব্যাক্তিবর্গের অনুরোধে আটককৃত ব্যবসায়ীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।এ সময়ে উপস্তিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া,সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান,ওসি(তদন্ত) মো.ইয়াছিন মুন্সি প্রমুখ। এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন জানান,গত ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত কোন রকম মা ইলিশ আহরন,পরিবহন,মজুদ,বাজারজাতকরন,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ন নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ।যদি কেউ এই আইন অমান্য করেন তবে অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা কিংবা একই দন্ডে দন্ডিত করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment